‘শিক্ষা‘ একটি সংক্ষিপ্ত শব্দ হলেও এর শেখর অত্যন্ত গভীরে– ‘দোলনা থেকে কবর‘ পর্যন্ত বিস্তৃত। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মৌলিক মানবীয় মূল্যবোধ সমৃদ্ধ মনুষ্যত্বের বিকাশ, আত্মনির্ভরতা, সৃজনশীলতা শুদ্ধ সংস্কৃতি অব্যাহত চর্চা। নার্সিং পেশাটিই একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত বলে এই পেশাটি অন্যসব পেশা থেকে একটু ব্যতিক্রম। জীবনের ইতিবাচক প্রাপ্তির প্রধান সোপান শিক্ষা। আর সে শিক্ষা যদি মানবদেহের অবকাঠামো ঘিরে হয়,তাহলে যথোপযুক্ত ও গুনমানসম্পন্ন শিক্ষার মাধ্যমে মানুষ সম্পদের রূপান্তরিত হয়ে সুশীল–সমৃদ্ধ সমাজ উন্নত দেশ সৃষ্টি করে। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ কর্ণধার।আর কালিহাতী নার্সিং ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান নার্সিং সেবাদানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার জন্য বাড়তি চ্যালেঞ্জ হলো এই আদর্শ বিদ্যাপীঠ তথা নার্সিং-এর ঐতিহ্যকে ধরে রাখা এবং তথ্য–প্রযুক্তির জ্ঞাননির্ভর আজকের এই বিশ্বে যুগোপযোগী নার্সিং শিক্ষা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ নার্স হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। সচেতন ও বিবেকবান অভিভাবকদের জন্য আমার বিশেষ আবেদন নার্সিং এর মান উন্নয়ন ও সংরক্ষণে আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনে এগিয়ে আসুন। আমরা এই নার্সিং প্রতিষ্ঠানটিকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে দিতে বদ্ধপরিকর। নার্সিং শিক্ষা ও সেবার সূত্র ধরে প্রতিকুলতাকে ছাপিয়ে এ প্রতিষ্ঠানটিকে তার যোগ্য মর্যাদায় অধিষ্ঠিত করব– এ ব্রত প্রতি মুহূর্তে।

রওশনা আক্তার (অধ্যক্ষ)