About Us

কালিহাতী নার্সিং ইনস্টিটিউট

আদিম গুহাবাসী বর্বর মানুষকে অন্ধকার অমানিশা থেকে আলো, সত্য–সুন্দর ও সফল জীবনের সন্ধান দিয়েছে শিক্ষা।স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার।আর নার্সিং যে কোনো দেশের স্বাস্থ্যসেবা বিতরণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে প্রকাশিত হয়েছে। সে লক্ষ্যে কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের ক্যাম্পাসটি সুবিশাল জায়গাজুড়ে বিস্তৃত এবং যেটি টাঙ্গাইল-ময়মনসিংহ মেইন রোডের কালিহাতী উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত। গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল হতে ২০১২ সালে অনুমোদন প্রাপ্ত একটি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের সিলেবাস অনুসরণ করা হয়ে থাকে।পাঠ্যক্রমটি বিস্তৃত এবং মূল বিষয়গুলির উপর ভিত্তি করে একাডেমিক বইয়ের জ্ঞানের বাইরেও শিক্ষার্থীদের ধারণা এবং দক্ষতার বিকাশকে সহজতর করে। কালিহাতী নার্সিং ইনস্টিটিউট পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপের পাশাপাশি ক্রীড়া কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। এই প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে সাফল্যের সাথে শিক্ষাদান করে আসছে এবং প্রতি বছর পেরিয়ে, প্রতিষ্ঠানটি একাডেমিক শ্রেষ্ঠত্ব, অবকাঠামোগত সম্প্রসারণ এবং অভিজ্ঞ কর্মকতাদের সংযোজনের ক্ষেত্রে ক্রমবর্ধমান। প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের আসে। বিগত বছরগুলোর শিক্ষার্থীরা অধ্যয়ন শেষ করে দেশ ও বিদেশের বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানে কর্তব্যরত আছে।